এমবাপ্পে কেন ফেরারি চালাতে পারবেন না

প্রথম আলো প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৭:০৬

১২ কোটি ৮০ লাখ ডলার!


এটি ২০২২–২৩ মৌসুমে কিলিয়ান এমবাপ্পের আয়ের পরিমাণ—তথ্যটি ফোর্বসের। এর মাধ্যমে ২৪ বছর বয়সী ফরাসি তারকা আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে টপকে গেছেন বলে জানিয়েছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকীটি। বেশি আয়ের সঙ্গে জড়িত বিলাসবহুল জীবনযাপন।


এমবাপ্পের সেই বিলাসী জীবনে নতুন সংযোজন হতে যাচ্ছে ফেরারি গাড়ি। তবে বিশ্বখ্যাত সুপারকারটি কিনলেও চালাতে পারবেন না এমবাপ্পে। কেন পারবেন না, তা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। তবে এমবাপ্পে মনে করছেন এমনটা স্বাভাবিকই।


যুক্তরাষ্ট্রের লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউর বরাত দিয়ে স্পেনের মার্কা এএস জানিয়েছে, বিশ্বব্যাপী বিত্তবানদের আগ্রহের তুঙ্গে থাকা ইতালিয়ান সুপার কার ফেরারি কিনেছেন এমবাপ্পে। এ মধ্যে দুটি মডেল পছন্দ করেছেন তিনি।


একটি ফেরারি ৪৮৮ পিস্তা, আরেকটি ফেরারি এসএফ ৯০ স্ট্রাডেল। তবে কোন মডেলটি ব্যবহারের জন্য চূড়ান্ত করেছেন, তা স্পষ্ট নয়। সাধারণত একটি ফেরারি গাড়ি বিক্রি চূড়ান্ত হওয়ার পর তৈরি হতে সর্বনিম্ন তিন মাস সময় লাগে। এটি তৈরি ও অ্যাসেম্বলিং হয়ে থাকে ইতালির মারানেলোতে।


জিকিউ ম্যাগাজিনের তথ্য বলছে, ফেরারি কিনতে ৫ লাখ ইউরো খরচ হচ্ছে এমবাপ্পের, বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ টাকার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us