গত বেশ কয়েকবারের তুলনায় এবার চিত্রটা একটু ভিন্ন। ঘরের মাঠে সিরিজ জয়টাকে, বিশেষ করে ওয়ানডেতে, বাংলাদেশ নিয়মে পরিণত করে ফেলেছে। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষেও রোহিত শর্মাদের বিপক্ষে ঢাকায় ওয়ানডে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচটি খেলতে চট্টগ্রাম গিয়েছিলো টাইগাররা।
এবার সে চিত্র বদলে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারেনি টাইগাররা। ব্যাটিং-বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থতা দেখিয়ে ঢাকায় প্রথম দুই ম্যাচেই সিরিজ পরাজয় ঘটেছে টাইগারদের। শেষ ম্যাচটি চট্টগ্রামে বাংলাদেশ খেলতে গেলো এখন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। আগে যেখানে প্রতিপক্ষ দলগুলো চট্টগ্রাম যেতো হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে, এবার বাংলাদেশই বন্দর নগরীতে গেলো সেই লক্ষ্যকে সামনে রেখে। আজ দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে ২১০ রানের লক্ষ্য দিয়ে প্রায় জিতে গিয়েছিলো বাংলাদেশ।