জাতীয় নিরাপত্তা জোরদার করতে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) গত সেপ্টেম্বরে কিছু নিয়ম প্রবর্তন করে। যার মধ্যে চীনে অবস্থিত বহুজাতিক কোম্পানির চীনা গ্রাহকের তথ্য সংগ্রহ ও বিদেশী সার্ভারে তা সংরক্ষণের বিষয় রয়েছে। এজন্য চীনের পক্ষ থেকে বহুজাতিক কোম্পানিগুলোকে একটি সময়সীমা বেঁধে দেয়া হয়। তবে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য এ চাপ কমিয়েছে চীনা কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
নতুন নিয়মে উল্লেখ করা হয়, বহুজাতিক কোম্পানিগুলোকে এখন থেকে ব্যবহারকারীর তথ্য বাইরের দেশের সার্ভারে রাখার জন্য অনুমোদন নিতে হবে। এরপর ১ মার্চের মধ্যে কাগজপত্র জমা দেয়ার সময়সীমাও বেঁধে দেয়া হয়। যেখানে ব্যবহারকারীদের ডেটা প্রবাহের মানচিত্র তৈরির পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করতে হবে। সেগুলো বিবেচনায় নিয়ে চীন সরকার কোম্পানিগুলোর কার্যক্রম চালানোর জন্য অনুমোদন দেবে। এ ঘোষণার পর কোম্পানিগুলো এক ধরনের চাপের মধ্যে পড়ে।