অবিলম্বে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধে জাতিসংঘের দাবি জানানো উচিত বলে অভিমত ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটি মহড়া বন্ধের দাবি জানাতে জাতিসংঘকে আহ্বান করেছে।
রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং মিত্রদের বক্তব্য ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে। এই উত্তেজনা ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছে যাচ্ছে। খবর- আল-জাজিরা।
এই যৌথ মহড়াকে প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে মিত্ররা।
তবে পিয়ংইয়ং এই মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখছে।
গত শুক্রবার একটি মার্কিন দূরপাল্লার বোমারু বিমান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান সম্মিলিত মহড়াও পরিচালনা করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সিউল ও ওয়াশিংটনের সর্বশেষ যৌথ মহড়া।