তিস্তার পানি আরও সরাতে নতুন করে খাল বানাচ্ছে পশ্চিমবঙ্গ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ২৩:৪৬

তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দু’টি খাল খননের জন্য প্রায় এক হাজার একর পরিমাণ জমির মালিকানা পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের সেচ বিভাগ। কৃষি কাজের জন্য তিস্তা থেকে পানি সরিয়ে নিতে সেচ বিভাগকে এই জমির মালিকানা দিয়েছে রাজ্য সরকার।


শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসন জমির মালিকানা হস্তান্তর করেছে বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, এই পদক্ষেপ জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার আরও অনেক জমিকে সেচের আওতায় আনতে সাহায্য করবে। তবে এই সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ হতে পারে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানি কমে যাবে।


উত্তরাঞ্চলের পানি সংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শুক্রবার পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা প্রশাসন প্রায় ১ হাজার একর জমির মালিকানা সেচ বিভাগের কাছে হস্তান্তর করেছে।


এই জমি তিস্তার বাম তীরে দু’টি খাল তৈরি করতে প্রশাসনকে সহায়তা করবে। জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত আরেক নদী জলঢাকার পানির প্রবাহও সেচের জন্য খালের মাধ্যমে সরিয়ে নেওয়া যাবে।


সেচ বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ বলেছে, ‘পরিকল্পনা অনুযায়ী, তিস্তা এবং জলঢাকা থেকে পানি সরিয়ে নেওয়ার জন্য কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। তিস্তার বাম তীরে নির্মিত হবে আরও একটি খাল; যার দৈর্ঘ্য হবে ১৫ কিলোমিটার।’


প্রশাসনিক সূত্র বলেছে, খাল দু’টি খনন করা হলে প্রায় এক লাখ কৃষক সেচের সুবিধা পাবেন। ব্যারাজটি জলপাইগুড়ি জেলার গাজলডোবায় অবস্থিত। পশ্চিমবঙ্গের একজন কর্মকর্তা বলেছেন, খালের মাধ্যমে মোট কত পরিমাণ জমি উপকৃত হবে, তা সেচ বিভাগ যথাসময়ে মূল্যায়ন করবে।


১৯৭৫ সালে তিস্তা ব্যারাজ প্রকল্প উত্তরবঙ্গের ৯ লাখ ২২ হাজার হেক্টর কৃষি জমি সেচ সুবিধার আওতায় আনার পরিকল্পনা নিয়ে চালু করা হয়েছিল। তিস্তা থেকে নদীর উভয় তীরের খালের জমিতে পানি সেচের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানিও খালে সরবরাহের সিদ্ধান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us