সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে উদ্ধার কাজ স্থগিত

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ২৩:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।


আজ শনিবার রাতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, বিস্ফোরণের পর সাতটি ইউনিট টানা দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এরপর ভেতরে উদ্ধার কাজ চলিয়েছেন তারা। রাত ৯টার পর উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছেন তারা। 


নুরুল আলম বলেন, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। 


সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, বিস্ফোরণে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার কাজ চালিয়েছেন। তবে রাত ৯টার পর উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকালে যদি প্রয়োজন হয়, তাহলে ফের উদ্ধার কাজ চালানো হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us