রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা নিয়ে নির্বাচন কমিশন সংকটে আছে বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবসের আলোচনায় সিইসি এমন মন্তব্য করেন।
তিনি বলেছেন, "আমরা কিন্তু একটা সংকটে আছি কোন সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক পুরোপুরি ঐক্যবদ্ধতা দেখতে পাচ্ছি না। এই ঐক্যবদ্ধতা খুব বেশি প্রয়োজন। আমরা কখনই চাই না, নির্বাচনের পূর্বে বা নির্বাচনের সময়ে কোনো রাজনৈতিক সংকট উদ্বুদ্ধ হোক।"