প্রায়ই সতর্ক করা হয় উঠতি বয়সী ছেলে মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় একবার ছবি পাঠিয়ে ফেললে আর মুছে দেয়া সম্ভব হয় না। তার পরও নিয়মিত উপেক্ষা করা হয় বিষয়টি।
নেহাত আবেগের ফাঁদে পড়ে অনেক টিনএজারই আপত্তিকর ছবি পাঠিয়ে ফেলে। অধিকাংশ তো বুঝতেই পারে না পরিণতি। ফলে পরবর্তী জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কেটে যায় হতাশায়। টিনএজ বয়সের অপরিণামদর্শী সিদ্ধান্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণ দিতে উন্মোচিত হয়েছে নতুন টুল ‘ টেক ইট ডাউন’। প্রযুক্তিটিতে বিনিয়োগ করেছে জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইন্টারনেটে আপলোড হয়ে যাওয়া আপত্তিকর ছবি সরিয়ে নেয়া যাবে এর মাধ্যমে। খবর দ্য গার্ডিয়ান।