রাজধানীর লালবাগের নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে মোট শিক্ষার্থী ছিল প্রায় আড়াই শ। তাদের মধ্য থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬০ জন শিক্ষার্থী। গত মঙ্গলবার প্রথম যখন ফল (ভুলের কারণে স্থগিত) প্রকাশ করা হয়, তখন দেখা যায়, বিদ্যালয়টি থেকে ৫ জন বৃত্তি পায়, সবাই মেধা কোটায় (ট্যালেন্টপুল) । একজন শিক্ষক জানালেন, এ নিয়ে তাঁদের মন খারাপ ছিল।
তবে গতকাল বুধবার রাতে সংশোধিত আকারে ফল প্রকাশের পর দেখা যায়, এ বিদ্যালয় থেকে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যাদের মধ্যে ১৬ জন মেধা কোটায় বৃত্তি পেয়েছে। আর একজন পেয়েছে সাধারণ কোটায়। ওই শিক্ষক বললেন, এখন তাঁরা খুশি।
রাজধানীর নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা খুশি হলেও উল্টো চিত্র রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ে (এখানে প্রাথমিক স্তরে পড়ানো হয়)। আজ বেলা সোয়া ১১টার পর এ বিদ্যালয়ে গেলে একজন শিক্ষক জানালেন, স্থগিত করা ফলে তাঁদের বিদ্যালয় থেকে একজন ছাত্রী বৃত্তি পেয়েছিল। কিন্তু গতকাল রাতে সংশোধিত ফলাফলে দেখা গেল বিদ্যালয় থেকে কেউ বৃত্তি পায়নি। মানে ওই ছাত্রীটি সংশোধিত তালিকায় নেই। এটি যেমন তাঁদের জন্য বিব্রতকর, তেমনি ওই শিশুর জন্যও মন খারাপের বিষয়। এমনটি কাম্য ছিল না।
শুধু এ দুটি বিদ্যালয়ই নয়, সংশোধিত ফলাফলে সারা দেশেই এ রকম পরিবর্তনের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় অনেক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত সংখ্যা হেরফের হয়ে গেছে। এর মধ্যে অনেকেই আগে বৃত্তি পেলেও সংশোধিত তালিকা থেকে বাদ গেছে। রাজধানীর বাইরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈখেরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্থগিত করা ফলাফলে একজনও বৃত্তি পায়নি, কিন্তু এখন সংশোধিত ফলাফলে বিদ্যালয়টি থেকে দুজন মেধা কোটায় (ট্যালেন্টপুল) এবং দুজন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টির একজন শিক্ষক এ তথ্য জানিয়েছেন।