তালিকাভুক্ত সব শেয়ারে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা ফিরিয়ে আনছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ২১ ডিসেম্বর যে ১৬৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ড থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে এ সিদ্ধান্ত ফের কার্যকর করার ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।
নতুন করে ফ্লোর প্রাইস নির্ধারণে নতুন সূত্রও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির আদেশে বলা হয়েছে, নতুন ফ্লোর প্রাইস হবে গত ২৬ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ক্লোজ প্রাইসের গড় এবং পূর্বের ফ্লোর প্রাইসের মধ্যে যে দরটি কম, সেই দরটি। আর গতকাল পর্যন্ত যেসব শেয়ারদরে ফ্লোর প্রাইস কার্যকর ছিল সেগুলোর ওই ফ্লোর প্রাইসই কার্যকর থাকবে।
প্রসঙ্গত, অব্যাহত দরপতনের মুখে দ্বিতীয় দফায় সব শেয়ারের দরে পূর্বের ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল গত বছরের ২৮ জুলাই। সমালোচনা ও লেনদেন ব্যাপকভাবে কমার প্রেক্ষাপটে গত ২১ ডিসেম্বর ১৬৯ শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছিল বিএসইসি। গতকাল ওই আদেশটি প্রত্যাহার করা হয়েছে।