৬০ বছর পর প্রথমবারের মতো আইকনিক লোগোয় পরিবর্তন আনতে যাচ্ছে ফিনল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া করপোরেশন। গত রোববার লোগো পরিবর্তন করার পাশাপাশি ব্র্যান্ডটির ব্যবসায়িক পরিচয় পরিবর্তনেরও ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্স।
২০২০ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেখা লান্ডমার্ক টেলিকম সরঞ্জাম বিভাগের দায়িত্ব নেন। এরপর পুনরায় সেট করা, ত্বরান্বিত ও স্কেল করা এ তিনটি ধাপে একটি কৌশল নির্ধারণ করেছিলেন তিনি। রিসেট ধাপ এখন সম্পন্ন হয়েছে। ল্যান্ডমার্ক বলেছেন দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে।