লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাঁরা দুজন সামনের সারিতেই বসে ছিলেন, পাশাপাশি দুই চেয়ারে। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন মেসির নাম ঘোষণা করলেন, পাশের চেয়ারে বসা এমবাপ্পের দিকে তাকালেন আর্জেন্টাইন তারকা।
এরপর এমবাপ্পের সঙ্গে হাত মেলালেন। মঞ্চে যাওয়ার আগে বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য প্রথম অভিনন্দনটা পিএসজির সতীর্থ এমবাপ্পের কাছ থেকেই পেলেন মেসি। হয়তো, এমবাপ্পেও ধরেই নিয়েছিলেন, পুরস্কারটা মেসির হাতেই উঠতে যাচ্ছে। হাসিমুখেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি তারকা।
শুধু অনুষ্ঠানের সময় অভিনন্দন জানিয়েই দায়িত্ব সারেননি এমবাপ্পে। অনুষ্ঠান শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আর সেটা করতে তিনি বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এমবাপ্পে লিখেছেন, ‘লিও মেসিকে অনেক অনেক অভিনন্দন।’
এটুকু লিখেই থেমে যাননি এমবাপ্পে। ৮ গোল করে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পে সহজভাবেই মেনে নিয়েছেন মেসির শ্রেষ্ঠত্ব। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তুমিই সেরা।’