সাকিব-তামিমের সমস্যা কী সেটাই জানি না: পাপন

সমকাল প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০১

বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব আছে। সেজন্য ড্রেসিংরুমের পরিবেশ ভালো না। ড্রেসিংরুমের গ্রুপিং নিয়ে সবচেয়ে চিন্তিত বলে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


ওই সমস্যা সমাধানে সোমবার সাকিব ও তামিমের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিসিবি বস পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে, সাকিব এবং তামিমের মধ্যে সমস্যা কী নিয়ে সেটাই তিনি জানেন না। পাপন বলেছেন, দুই ক্রিকেটারের থেকে বিষয়টি তিনি শুনতেও চাননি। তাদের দ্বন্দ্বের বিষয়টি মিডিয়ার থেকে শোনা বলেও মন্তব্য করেছেন তিনি। 


সোমবার বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘তাদের মধ্যে কী সমস্যা সেটাই তো জানি না। জানতেও চাইনি। সমস্যা জানলে তো একটা উপায় বের করার চেষ্টা করতাম। ওদের সঙ্গে আমি কথা বলেছি। ওরা আমাকে আশ্বস্ত করেছে যে, তাদের মধ্যে যা-ই থাকুক তা খেলায় কোন ধরনের প্রভাব ফেলবে না।’ 


পাপন মনে করেন, জাতীয় দলের ড্রেসিংরুমে কোন গ্রুপিং নেই। তামিমরাও সেটাই জানিয়েছেন। জাতীয় দলে মাত্র ১৫ জন ক্রিকেটার থাকে, গ্রুপিং করবে কীভাবে। তবে তাদের দ্বন্দ্বের কারণে অন্য ক্রিকেটাররা একটু অস্বিস্তিতে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা অনেক সময় আলাদাভাবে সাকিব ও তামিমের সঙ্গে কথা বলতে দ্বিধা করে। সাকিব-তামিমের কোন সমস্যা নেই। কিন্তু ক্রিকেটাররা দ্বিধায় পড়ে যায়। সেজন্য ওদের (সাকিব-তামিম) সঙ্গে কথা বলেছি।’ 


বিসিবি সভাপতি বলেছেন, সাকিব ও তামিমের মধ্যে দ্বন্দ্বের কথা তিনি মিডিয়া থেকে শুনেছেন, ‘তিন বছর আগেও ড্রেসিংরুমে সমস্যা দেখিনি। তিন বছর ধরে আমি দলের সঙ্গে নেই। আগে তো ড্রেসিংরুমে, হোটেলে ওদের সঙ্গেই থাকতাম। ড্রেসিংরুমের সম্পর্ক ভালো না এটা বাইরে থেকে শোনা। মিডিয়িার থেকে বেশি শোনা। ওদের সমস্যা আছে, মিডিয়ার এমন কেউ নেই যে এটা জানে না। আমার মধ্যেও বিষয়টি নিয়ে অস্বস্তি ছিল। সেজন্য বিষয়টি নিয়ে কথা বলেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us