You have reached your daily news limit

Please log in to continue


শুটিং শেষ না হতেই আয়ে রেকর্ড করল বিজয়ের ‘লিও’

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ আবার একসঙ্গে ফিরছেন। ব্যবসাসফল সিনেমা ‘মাস্টার’-এর সাফল্যের পর ‘লিও: ব্লাডি সুইট’ নামের তামিল সিনেমা নিয়ে ফিরছেন তাঁরা। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশিত হয়েছে, যা অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার সিনেমাটি মুক্তির আগে গড়েছে নতুন রেকর্ড। মুক্তির আগেই এর আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। শুধু তা-ই নয়, এই সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি! এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এই আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে। 



ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অঙ্কে বিজয়ের সিনেমাটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি করেছে তারা। এর বাইরে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটি রুপিতে। এ ছাড়া থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অঙ্কের টাকা। জানা গেছে, ছবিটির বিশ্বব্যাপী থিয়েটার রাইটস ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুক্তির আগে ‘লিও’র ঝুলিতে ৪১৩ কোটি রুপি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন