অমর একুশে এখন শোক নয় উৎসব

জাগো নিউজ ২৪ ড. মাহবুব হাসান প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭

যারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়, তাদের অধিকাংশকেই শোকার্ত বলে মনে হয় না। বরং তাদের পোশাক-আশাকে দেহভঙ্গিতে আনন্দই ফুটে ওঠে। অমর একুশের বেদীতে ফুল দান যেন পহেলা বৈশাখ বা ঈদুল ফিতরের মতোই উৎসব। ঈদুল ফিতর আনন্দ উৎসব হলেও সিয়ামের পর উৎসব, কিন্তু ঈদুল আজহা শোকের।


পশু কোরবানি করে শোক প্রকাশই ফুটিয়ে তোলার কথা। কিন্তু সেখানে শোকের বদলে আনন্দই যেন ফুটে ওঠে পশু কোরবানি করা মানুষগুলোর আচরণে। এভাবে, সময়ে গড়িয়ে আজ অমর একুশের শোকার্ত পরিবেশ আজ আর শোকের আলো চাদরে ঢাকা নেই, তা উৎসবের বেদী হয়ে উঠেছে। আজকাল পায়ে জুতো নিয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে উঠছে শোক প্রকাশের জন্যে ফুল নিয়ে আসা মানুষগুলো। এবারও বেশ কিছু মানুষকে শৃঙ্খলারক্ষাকারীরা বেদী এলাকা থেকে বের করে দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us