ইউরোপে ফাইভজি ডিভাইস তৈরিতে ও কার্যক্রম পরিচালনায় উদ্যোগ নিয়েছে নকিয়ার উৎপাদনকারীর প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
বর্তমানে ইউরোপে স্মার্টফোন উৎপাদনকারী বড় কোনো প্রতিষ্ঠানের উপস্থিতি নেই। কেননা খরচ কমানোর জন্য অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠান এশিয়াতেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি জানায়, প্রতিষ্ঠানটি ইউরোপে স্মার্টফোন তৈরিতে কাজ করছে। পরীক্ষার প্রথম ধাপ হিসেবে সফটওয়্যারের উন্নয়ন ও পরীক্ষার বিষয়ে তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা দেয়া অংশীদারদের সঙ্গে কাজ করছে। তবে ইউরোপের কোথায় কারখানা স্থাপন করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।