কোভিড: একদিনে শনাক্ত ৬, মৃত্যু নেই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

দেশে গত একদিনে ৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৬ রোগী শনাক্ত হয়।


তাতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ০ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২২ শতাংশ ছিল।


নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৭৯৬ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।


গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ এক হাজার ৪৬৫ জন।


গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া নেত্রকোণা জেলায় একজন রোগী শনাক্ত হয়েছে গত একদিনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us