ভারতের ‘বিদায় ঘণ্টা’ বাজাল অস্ট্রেলিয়া

সমকাল প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই হারের ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ভারতের বিদায় ঘণ্টা বেজেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পাইয় অস্ট্রেলিয়া।


জবাবে ২০ ওভার ব্যাটিং করেও ১৬৭ রানের বেশি করতে পারেনি হারমানপ্রীত করের দল।আজ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেই লড়াইয়ে ঠিক হবে ফাইনালে অজিদের প্রতিপক্ষ।কেপ টাউনের নিউল্যান্ডসে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ২৬ বলে ২৫ রান করা এলিসা হিলিকে ফিরিয়ে অজিদের উদ্বোধনী জুটি ভাঙেন রাধা যাদব। আরেক ওপেনার বেথ মুনি আউট হন অর্ধশতক করে। ৩৭ বলে ৫৪ রানে শিখা পান্ডের শিকার হন তিনি।১৮ বলে ৩১ রান করে অস্ট্রেলিয়াকে বড় পুজির পেতে সাহায্য করেন ম্যাচসেরা অ্যাশলে গার্ডনার।


দলীয় ১৪১ রানে সাজঘরে ফেরেন তিনি। আর ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। তাতে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৩২ রানে ২ উইকেট নেন শিখা পান্ডে।১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দলীয় ২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। তবে শুরুর সেই ধাক্কা সামলে দলের হাল ধরেছিলেন জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েছিলেন তারা।তবে দলীয় ৯৭ রানে জেমাইমা ফিরলে জুটি ভাঙে। আউট হওয়ার আগে ২৪ বলে ৪৩ রান করেন তিনি। এদিকে ইনিংসের ১৫তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন হারমানপ্রীত। ৩৪ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়কের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় ভারত।শেষদিকে দীপ্তি শর্মা কিছুটা আশা দেখালেও দলকে জেতাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us