You have reached your daily news limit

Please log in to continue


শুধু ‘লি’ বাদ, ব্যাংকের নামের শেষে এখন থাকবে ‘পিএলসি’

এতদিন বাংলাদেশের ব্যাংকগুলোতে নামের শেষে শুধু ‘লি (লিমিটেড)’ থাকলেও এখন তা প্রতিস্থাপিত হবে ‘পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি)’ দিয়ে।

‘পিএলসি’ যুক্ত করতে দেশে কার্যরত সব ব্যাংকের কাছে বুধবার নির্দেশনা গেছে বাংলাদেশ ব্যাংক থেকে।

তাতে বলা হয়েছে, “সীমিতদায় পাবলিক কোম্পানি হিসেবে ব্যাংকসমূহকে উহার নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি’ শব্দ লিখতে হবে।”

এজন্য ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারকে পরিবর্তন করতে হবে। ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক-কোম্পানিগুলোর নাম ও সংঘস্মারক পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু আইন পরিবর্তন হওয়ায় ব্যাংকের নামের শেষে ‘পিএলসি’ শব্দ যুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তি নেওয়া লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে নাম ও সংঘস্মারক পরিবর্তন করে তা কেন্দ্রীয় ব্যাংকে লিখিত আকারে জানাতে হবে। পরবর্তীকালে ব্যাংকগুলোর নাম পরিবর্তনের বিষয়ে গেজেট আকারে প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন