সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির ৩৮৬ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দলটির এই নেতাকর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমল কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।