অনলাইন থেকে পণ্য কেনার মোহ রয়েছে অনেকেরই। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটাঘাটি করার সময় কোনো পণ্য সামনে এলেই তাতে বুঁদ হন অনেকে। বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।
অনলাইন থেকে পণ্য কেনার এ মোহ কাটাতে চেষ্টা করেও অনেকে পেরে ওঠেন না। তাদের জন্য এ মোহ কাটানোর টোটকা দিয়েছেন ভারতীয় মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।
দেবশ্রী মিত্র নামে এক নারী লিখেছেন, করোনা মহামারির সময় থেকেই অনলাইনে শাড়ি ও বই কেনার ঝোঁক তৈরি হয়। চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছি না। কোনো জিনিস পছন্দ হলে সেটা তখনই অর্ডার করতে না পারলে মনখারাপ হয়ে যাচ্ছে। এটাও কি এক রকম নেশা? না কি শাড়ি ও বইয়ের প্রতি অদম্য ভালবাসা?