ক্রোম ব্রাউজারে মেমোরি ও ব্যাটারি সেভার মোড আনছে গুগল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৩

আত্মপ্রকাশের পর থেকে ১৪ বছর ধরে ক্রমশ বড়ই হচ্ছে গুগল ক্রোম- নানা রিসোর্স জমা করছে, দিন দিন বেশি ব্যাটারি ক্ষমতা ব্যবহার করছে এবং সিস্টেমে জায়গা দখলের হার বাড়াচ্ছে। এর ফলে ব্রাউজারটি নিয়ে সমালোচনাও রয়েছে ব্যবহারকারীদের মধ্যে।


এই বিষয়গুলোর সমাধানে অবশেষে উদ্যোগ নিচ্ছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের আপডেটের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করছে কোম্পনিটি।


ডিসেম্বরে গুগলের ঘোষণা দেওয়া দুটো ফিচারই ডিফল্ট হিসেবে থাকবে নতুন এই আপডেটে। আর ক্রোমের সেটিং অপশনের ‘পারফর্মেন্স’ বিভাগ থেকে ব্যবহারকারী এগুলো বন্ধও করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us