ঢাকা: হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা তার মৃত্যুর পর থেমে যায়নি, বরং বেড়েছে বহুগুণে। আর এ জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বইমেলার অন্যপ্রকাশ স্টলে।
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই অন্যপ্রকাশে ভিড় ছিল অন্য স্টলের তুলনায় অনেক বেশি। কারণ একটাই, অন্যপ্রকাশে আছেন হুমায়ূন! তার বই।
স্টলের সামনে দাঁড়ালেই মনে হবে দক্ষিণ হাওয়ার বারান্দায় দাঁড়িয়ে হাতছানি দিচ্ছেন তার অগণিত পাঠক-ভক্তকে। তবে তিনি অধরা!
একাদশ শ্রেণিতে পড়া মেয়ে নীলকে নিয়ে বইমেলায় এসেছিলেন ব্যবসায়ী আমজাদ হোসেন। কথা হলে নীল বলেন, বাজারে কাটতির দিক থেকে হুমায়ুন আহমেদের জায়গা নেওয়ার মতো কোন লেখক এখনো বাংলাদেশে নেই। আর তার লেখা ভীষণ ভালোও লাগে।