বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বছর আটেক আগে ৩ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ প্রস্তাব দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন রিলায়েন্স এডিএ গ্রুপের কর্ণধার অনিল ধীরুভাই আম্বানি। যদিও শেষ পর্যন্ত তার প্রস্তাবিত এসব বিনিয়োগের বেশির ভাগই আর আলোর মুখ দেখেনি।
বর্তমানে বাংলাদেশে রিলায়েন্সের একমাত্র প্রকল্প হিসেবে টিকে আছে মেঘনাঘাটে নির্মাণাধীন ৭১৮ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। যদিও ২০১৯ সালের সেপ্টেম্বরে জাপানের জ্বালানি ও বিদ্যুৎ খাতের জায়ান্ট ‘জাপান এনার্জি ফর নিউ এরা’র (জেরা) কাছে বিদ্যুৎ কেন্দ্রের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে রিলায়েন্স। বাকি ৫১ শতাংশ শেয়ারও এখন জেরার কাছে বিক্রি করে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে বাংলাদেশ থেকে রিলায়েন্স তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে কি?