১৯৪৭ সালের ১৪ আগস্ট দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তান নামে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। নতুন রাষ্ট্র। পাকিস্তান নামে কোনো ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে আগে ছিল না। প্রথম থেকেই পাকিস্তানের ক্ষমতা কেন্দ্রীভূত হয় মুষ্টিমেয় সামন্তবাদী পরিবার ও সেনাবাহিনীর হাতে। ধীরে ধীরে সামন্তবাদী শক্তি দুর্বল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন-সহযোগিতায় সেনাবাহিনী শক্তিশালী হতে থাকে। পাকিস্তানি শাসকরা পূর্ববাংলা, পরে পূর্ব পাকিস্তানকে তাঁদের শোষণের অবাধ ক্ষেত্রে পরিণত করতে চান। সে উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা 'বাংলা'র পরিবর্তে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। শুরু হয় ভাষা আন্দোলন। বরকত, সালাম, রফিক, শফিকসহ অনেকের জীবনের বিনিময়ে পূর্ব পাকিস্তানের বাঙালির প্রথম বিজয় অর্জিত হয়। তারপর ১৯৫৪ সালের প্রথম সাধারণ নির্বাচনে মুসলিম লীগের কবর রচনা করে যুক্তফ্রন্ট জয়লাভ করে।
কিন্তু সে বিজয় বেশি দিন স্থায়ী হতে পারেনি। পূর্ব পাকিস্তানের আদমজী জুট মিলে বাঙালি-বিহারি দাঙ্গা বাধিয়ে জরুরি আইন ঘোষণা করে সে বিজয় ছিনিয়ে নেন পশ্চিম পাকিস্তানের শাসকরা। শুরু হয় একের পর এক ষড়যন্ত্র। ১৯৫৮ সালের ৮ অক্টোবর পাকিস্তানের লৌহমানবখ্যাত ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন এবং সারাদেশে সামরিক আইন বলবৎ করেন। সব রাজনীতিবিদকে জেলে ঢোকান। সারাদেশে এক থমথমে ভাব।