কুড়িগ্রামে সাড়ে ৩শ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৭

কুড়িগ্রাম জেলায় সাড়ে তিন শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম।


জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বলছেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক সংকটের কারণের ওইসব প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা হুমকিতে পড়েছে।


সংকটের কথা স্বীকার করে সমস্যার দ্রুত সমাধানের কথা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।


তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”


জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, কুড়িগ্রামের নয়টি উপজেলায় মোট এক হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের মধ্যে ৩৬৬টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এর মধ্যে ২৩৪টি বিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্বে বসানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us