নতুন সিনেমা হল নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত বছরের মার্চে মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এবার তা ফের এক বছর বাড়ানো হল।
প্রেক্ষাগৃহগুলো আধুনিক করার মাধ্যমে দেশের চলচ্চিত্রের হারানো অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২১ সালের বছরের ১৪ ফেব্রুয়ারি হল মালিকদের স্বল্প সুদে ঋণ দিতে ১ হাজার টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।