নির্দিষ্ট মেয়াদে নিশ্চিত হচ্ছে না টেলিটকের ফাইভ-জি সেবা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬

নির্দিষ্ট মেয়াদে নিশ্চিত করা যাচ্ছে না টেলিটকের ফাইভ-জি সেবা। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ-জি সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক নয়। ২০২১ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়। আগামী ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কাজ সেভাবে এগোয়নি। প্রকল্পের প্রাক্কলিত ৪৩টি প্যাকেজের মধ্যে মাত্র ৮টি প্যাকেজের কাজ শেষ হয়েছে। বাকি প্যাকেজের কাজ শেষ করতে আরও সময় চেয়েছে প্রকল্প-সংশ্লিষ্টরা।


প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) থেকে জানা গেছে, প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে— নতুন তিন হাজার বিটিএস সাইট তৈরি করা। এতে রুম, টাওয়ার, লক ইত্যাদি থাকছে। টেলিটকের নিজস্ব ৫০০ টাওয়ার এবং ২ হাজার ৫০০ টাওয়ার শেয়ারিং সাইট প্রস্তুত করা হবে। সেবা সক্ষমতা বাড়াতে ৩-জি ও ৪-জি’র বিদ্যমান দুই হাজার সাইটের যন্ত্রপাতির ধারণক্ষমতা বাড়ানো হবে। ফিক্সড ওয়্যারলেস এক্সেজ (এফডব্লিউএ) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে ঢাকার বাইরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে ইন্টারনেট সেবা বাড়াতে পাঁচ হাজার এফডব্লিউএ ডিভাইস স্থাপন করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us