বাংলাদেশে গণতন্ত্র থাকলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন দাওয়াত পেত বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর গণতন্ত্র সম্মেলন হয়েছিল, সেখানে বাংলাদেশকে ডাকেনি। এ বছরও গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। পাকিস্তান সেই সম্মেলনে দাওয়াত পেয়েছে। কিন্তু বাংলাদেশ পাইনি। এতেই বুঝা যায় বাংলাদেশের গণতন্ত্র কোথায়। গণতন্ত্র হরণ করে দেশ চালাচ্ছে সরকার।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়িবহরে গুলি ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন হয়।
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলে তারা না কি রাজপথ থেকে উঠে এসেছে। তাদের এত নেতা থাকতে সাহাবুদ্দিনকে কেন রাষ্ট্রপতি করা হলো? তাকে রাষ্ট্রপতি করে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে আওয়ামী লীগ।