আসছে ১৪ ফেব্রুয়ারি। এ দিনের আগের পুরো সপ্তাহকে ভালোবাসা সপ্তাহ হিসেবেই উল্লেখ করা হয়ে থাকে।
ভালোবাসা সপ্তাহের সপ্তম দিনটি চুমু দিবস বা ‘কিস ডে’। চুমু দিবস নিয়ে হইচইও কম হয় না। কোন চুমু আপনার কোন আবেগ প্রকাশ করবে? আসুন জেনে নেই- নেক কিস বহুদিন ধরে সম্পর্কে থাকার ফলে দু’জনের মধ্যে তৈরি হয়ে যায় একটা কোম্ফর্টজোন, এই সময় অনেকেই ইন্টিমেট হয়ে এই ধরনের চুমু খেয়ে থাকেন, যা তৈরি করে এক রোম্যান্টিক মুহূর্ত।
হ্যান্ড কিস কিসের যত ধরণ রয়েছে তার মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয়। একজন অপরজনের প্রতি শ্রদ্ধা দেখাতে অনেকেই এই কিসটা করে থাকে। হাতের তালুর উপর এই চুমুর বিশেষ ব্যবহারও রয়েছে। নিজের প্রেমিকাকে প্রপোজ করার ক্ষেত্রে এর চেয়ে আর ভালো অপশন আর কিছু হতে পারে না। কপালে চুম্বন কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলে এর দ্বিতীয় বিকল্প নেই।