ভয়াবহ ভূমিকম্পে সব হারানো তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের জন্য একাই ৩ কোটি ডলার বা ৩১২ কোটি টাকা দান করেছেন এক পাকিস্তানি নাগরিক। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই পাকিস্তানি নাগরিক দেশটিতে তুর্কি দূতাবাসে গিয়ে এই বিপুল টাকা দান করলেও নিজের নাম প্রকাশ করেননি।
গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।
শেহবাজ শরিফ টুইটারে বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।