সুতা ও তুলা আমদানি কমে যাওয়া যে বার্তা দিচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

দেশের বস্ত্র খাতের কারখানাগুলো চলতি অর্থবছরের প্রথম ৬ মাস, অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে ৯ লাখ ১১ হাজার টন তুলা আমদানি করেছে। তার আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৯ লাখ ৪১ হাজার টন তুলা। তার মানে গত জুলাই-ডিসেম্বরে তুলা আমদানি কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।


তুলার পাশাপাশি সুতা আমদানিও কমে গেছে। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাস (জুলাই-ডিসেম্বরে) ৬ লাখ ৪৭ হাজার টন সুতা আমদানি করা হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৭৯ হাজার টনে। অর্থাৎ পরিসংখ্যান বলছে, ৬ মাসে সুতা আমদানি কমেছে ৪১ দশমিক ৪২ শতাংশ।


দেশের পণ্য রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাকশিল্পের সুতা ও কাপড়ের একটা বড় অংশ সরবরাহ করে টেক্সটাইল বা বস্ত্র খাত। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ২ হাজার ৭৪১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি আয় তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। পোশাক রপ্তানি বাড়লেও তুলা ও সুতা আমদানি কমেছে। এই বৈপরীত্য কিসের ইঙ্গিত দিচ্ছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us