চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও বাংলার মুখ গ্রুপের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার চারুকলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। তাই তাদের বাধা দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধনের মধ্য দিয়ে ১০০তম দিনের আন্দোলন শুরু করেন চারুকলার সাধারণ শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দিতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও বাংলার মুখ গ্রুপের নেতাকর্মীরা তাদের আন্দোলন বন্ধ করতে বলেন।