টাকার ঝনঝনানি থাকলেই কি কোনো লিগ সেরা হতে পারে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমনটাই সত্য। কিন্তু রিয়াল বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ভাবনাটা একটু ভিন্ন। তিনি মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগে অর্থ ও তারকা খেলোয়াড়ের সমাবেশ থাকার পরও স্প্যানিশ লিগ একটু এগিয়েই আছে।
পেলেগ্রিনি অবশ্য প্রিমিয়ার লিগকে ছোট চোখে দেখেন না মোটেও। বরং ইংলিশ লিগের আর্থিক ও বাণিজ্যিক শক্তির ব্যাপারে তিনি সচেতন, ‘আমি মনে করি যে লিগে অর্থ যত বেশি, সে লিগ তত বেশি শক্তিশালী। অর্থ আছে বলেই সেই লিগে বিশ্বসেরা ফুটবলারদের সমাবেশ ঘটে। ইংলিশ প্রিমিয়ার লিগে এমনটাই হয়েছে।