কানের দুলেই শোনা যাবে গান, বলা যাবে কথা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৪

দিন দিন স্মার্ট গ্যাজেট জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ওয়্যারলেস হেডফোন, চার্জার, ইয়ারবাডগুলো সবার কাছেই প্রিয় হয়ে উঠছে। তারের ঝামেলা নেই সেই সঙ্গে ছোট্ট হওয়ায় সহজেই পকেটে বা ব্যাগে বহন করা যায়। গানপ্রেমীদের কাছে তাই তো প্রথম পছন্দ ট্রু ওয়্যারলেস হেডফোন।


এবার নারীদের জন্য বিশেষ ডিজাইনের হেডফোন বাজারে আনলো নোভা। ঠিক যেন মুক্তার দুল। বিশ্বের সব জায়গায় নারীদের কাছে পার্ল বা মুক্তার গয়নার কদর থাকে সবচেয়ে বেশি। এই গয়নাগুলো দেখতে হয় খুব সাধারণ তবে একটা আভিজাত্য এনে দেয় সাজের মধ্যে। এবার সেই মুক্তাকেই ইয়ারবাডের সঙ্গে জুড়ে দিলো নোভা। নোভা এইচ১ ইয়াররিং কানে পরলে গান শোনা যাবে এবং কথাও বলা যাবে। টেক সংস্থা নোভা এমন দুলই তৈরি করেছে, যাতে সহজেই গান শোনা যেতে পারে! কোম্পানির পক্ষ থেকে এই কানের দুলটিকে ‘এইচ১ অডিও ইয়াররিংস’ বলা হয়েছে। প্রদর্শনীতে তাদের এই দুল প্রদর্শনও করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us