ব্যাটারির সক্ষমতা বাড়বে তিন গুণ

বণিক বার্তা প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১

মুঠোফোনের ব্যাটারির সক্ষমতা তিন গুণ বাড়ানোর একটি উপায় বের করেছেন গবেষকরা। উন্নত এ প্রযুক্তিতে ব্যাটারির চার্জ ধারণের সক্ষমতা ও এর স্থায়িত্ব তিন গুণ বাড়বে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার রয়াল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির (আরএমআইটি) গবেষকরা। খবর টেকটাইমস।


বর্তমানে মুঠোফোনে যেসব ব্যাটারি ব্যবহার করা হয় এগুলোর স্থায়িত্ব সাধারণত দুই-তিন বছর। নতুন এ গবেষণার ফলে আরো দীর্ঘ সক্ষমতা ও স্থায়িত্বের ব্যাটারি সেবা পাবেন গ্রাহকরা, যা এ খাতের উল্লেখযোগ্য অগ্রগতি বলে দাবি করা হচ্ছে।


আরএমআইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উপায়ে একটি ব্যাটারি তৈরির তারিখ থেকে পরবর্তী নয় বছর গ্রাহকদের সেবা দেবে। গবেষক দলের প্রধান লেইসলি ইয়ো বলেন, ‘‌বর্তমানে প্রচলিত মুঠোফোনের ব্যাটারির কার্বনে প্রচুর রাস্ট (মরিচা) জমে, যা ব্যাটারির স্থায়িত্বকাল কমিয়ে দেয়। নতুন এ পদ্ধতিতে এসব রাস্ট সরিয়ে ফেলা যাবে। ফলে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। আমাদের গবেষণায় উদ্ভাবিত পদ্ধতিতে একটি উচ্চশব্দ তরঙ্গের মাধ্যমে এসব রাস্ট পরিষ্কার করা হবে। যা ব্যাটারির কার্যক্ষমতা অক্ষুণ্ণ রাখবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us