নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সমকাল প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের জামায়েত নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


ওই রাতেই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. আব্দুল হালিম (৪৮), মো. মোশারফ হোসেন (৪৫), মো. আছার উদ্দীন (৪৪), মো. মমতাজ উদ্দিন (৬৭), মো. আলাল উদ্দিন (৫৩), মো. তোফাজ্জল হোসেন (৫৯), মো. সুলতান মাহমুদ (৫৩), মো. বেলাল উদ্দিন (৫৮) ও মো. শাহ আলম (৫৫)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।


ওসি মনজুরুল আলম বলেন, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য গ্রেপ্তার ব্যক্তিরা গোপন বৈঠক করছিলেন। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন জামায়াতে ইসলামীর সদস্য পালিয়ে যান।সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযানে ঘটনাস্থলে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়া জামায়াতে ইসলামীর সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, ভাউচার রশিদ ও কার্য সভার বইও জব্দ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us