৮০% অগ্রগতি দেশের প্রথম পর্যটন রেল প্রকল্পে, এ বছরই ট্রেন চলবে কক্সবাজারে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৪

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত পর্যটন রেললাইনের কাজ নির্ধারিত সময়সীমা, ২০২৪ সালের জুনের আগেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। নির্মাণাধীন ১০০ কিলোমিটারের এই রেলপথের ৬৫ কিলোমিটার এখন দৃশ্যমান।


রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এ পর্যন্ত (জানুয়ারি) প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশ। মোট ১০০ কিলোমিটার রেলপথের মধ্যে ৬৫ কিলোমিটার দৃশ্যমান। মোট ৯টি স্টেশনের মধ্যে দুটি পুরোপুরি সম্পন্ন, ৫টির অবকাঠামো কাজ সম্পন্নের পর ফিনিশিংয়ের কাজ চলছে এবং বাকি দুটির অবকাঠামোর কাজ এখনও চলছে।"


রেল পরিষেবাটির জন্য জনবল কাঠামো অনুমোদনের নথি ২০২১ সালের জুনে রেলপথ অধিদপ্তরের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর ২০২২ সালের জুনে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, "আমরা এখন জনবল নিয়োগের অপেক্ষায় রয়েছি।" 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us