বিশ্বে প্রতিনিয়ত সাইবার হামলা বাড়ছে। প্রযুক্তি, শিক্ষা, পরিষেবা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক খাতেও আক্রমণ বাড়ছে। আর্থিক খাতে আক্রমণের অন্যতম একটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস বা ডিডিওএস। ২০২২ সালের নভেম্বরের তথ্যানুযায়ী, এক বছরের ব্যবধানে আর্থিক খাতে এ আক্রমণের হার বেড়েছে ২২ শতাংশ। খবর টেকটাইমস।
ডিডিওএস আক্রমণ হচ্ছে মূলত নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, পরিষেবাদানকারীর ওয়েবসাইটে ট্রাফিক উপস্থিতি বাড়িয়ে দেয়া। অর্থাৎ একটি সার্ভারে বা ওয়েবসাইটে যে পরিমাণ সাধারণ ব্যবহারকারী থাকার কথা তার পরিবর্তে বিপুল পরিমাণ নকল বা বট ব্যবহারকারীকে প্রবেশ করানো। এতে ওয়েবসাইট তথা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ও পরিষেবা বাধাগ্রস্ত হয়।