কয়েক সপ্তাহ ধরে সংবাদমাধ্যম ও অনলাইন দুনিয়া সরগরম করে রেখেছে চ্যাটজিপিটি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সম্পর্কে প্রশ্ন করেছিল। এ চ্যাটবটের দেওয়া অধিকাংশ জবাবই প্রায় যথার্থ হয়েছে। চলুন চ্যাটজিপিটিকে করা প্রশ্ন ও এর উত্তরগুলো দেখে নেওয়া যাক।
একটি দেশ কখন আইএমএফের ঋণ চায়?
ব্যালান্স অভ পেমেন্ট সংকট, উচ্চ মূল্যস্ফীতি অথবা বড় সরকারি ঋণের মতো অর্থনৈতিক দুর্দশায় পড়লে একটি দেশ আইএমএফের ঋণ চায়। আইএমএফ দেশগুলোকে এসব সমস্যা কাটিয়ে উঠতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ঋণ দেয়। এ ঋণ দেশটিকে আমদানি, বৈদেশিক ঋণ পরিশোধ এবং মুদ্রা সহায়তা দিতে সাহায্য করতে পারে। তবে আর্থিক সহায়তার বিনিময়ে আইএমএফ ওই দেশকে আর্থিক সমস্যার মূল কারণগুলোকে মোকাবিলা করার জন্য অর্থনৈতিক নীতি ও সংস্কার বাস্তবায়ন করতে বলে।