পুলিশের গুলিতে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নিহত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ২১:৫০

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস গুলিতে নিহত হয়েছেন। সেই রাজ্যের পুলিশের গুলিতেই তিনি নিহত হন । 


জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। গাড়ি থেকে নামার পরই সাব ইন্সপেক্টর গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়।  রাজ্যটির ঝারসুগুড়া জেলার ব্রজরাজ নগরে গান্ধীচকের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে ওই পুলিশকর্মী চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তাতে স্বাস্থ্যমন্ত্রীর বাম পাশের বুকে দুটি গুলি বিদ্ধ হয়। গুলি লাগার পরই প্রায় সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নব কিশোরকে। সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় জানানো হয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে ক্রিটিক্যাল ইউনিটে রেখে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। বুকে গুলি লাগায় জখম হয়েছিল মন্ত্রীর হৃদযন্ত্র। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us