You have reached your daily news limit

Please log in to continue


কোভিডে ইন্টারনেটে ১০ গুণ বেড়েছে শিশু যৌননিপীড়নের ভিডিও

বিশ্বজুড়ে কোভিড-১৯ লকডাউনে অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে অফিসে কাজের ধরন, জীবনযাপন ও অর্থনীতি। তবে, সম্ভবত সবচেয়ে ভয়াবহ পরিবর্তনের খোঁজ দিলো একটি অনলাইন পর্যবেক্ষণ সংস্থা।

লকডাউনে অনলাইন ভিডিওতে শিশু যৌনআচরণ ও নিপীড়ন বেড়েছে অন্তত ১০গুণ।

ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ) বলছে, তাদের প্রাপ্ত তথ্য থেকে উঠে এসেছে কীভাবে নিপীড়করা লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়েছে।

২০২০ সালের শুরুর দিকে দুটি ঘটনা ঘটতে শুরু করে। বিশ্বব্যাপী মহামারী ছড়াতে শুরু করে এবং সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা ও এর ওপর নির্ভরশীলতা বাড়তে শুরু করে হুহু করে। বিবিসির প্রতিবেদন বলছে, এর সঙ্গে যেন পাল্লা দিয়ে বেড়েছে শিশু যৌনআচরণের ভিডিও হোস্ট করা ওয়েবসাইটের সংখ্যা।

আইডাব্লিউএফ গত বছর এ ধরনের ৬৩ হাজারেরও বেশি ওয়েবপেইজের খোঁজ পেয়েছে যা মহামারীর আগে ছিল পাঁচ হাজার।

আইডাব্লিউএফের প্রধান নির্বাহী সুসি হারগ্রিভস বলেন, “মহামারীর সময় ইন্টারনেট হয়ে উঠেছিল জিয়ন-কাঠি, তবে আমরা এতোদিনে কেবল এর পুরো প্রভাব দেখতে পাচ্ছি।”

“যে সত্যিটা বেরিয়ে এসেছে তা হলো, শিশুরা নিজের ঘরে থাকা অবস্থাতেও যৌন নিপীড়নের শিকার হচ্ছে।” - বলেন হারগ্রিভস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন