দেশে ধনী হওয়া এত সহজ হলো কেন

প্রথম আলো নাহিদ হাসান প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:০৫

কানাডা, যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশিদের সেকেন্ড হোম এখন দুবাই ও লন্ডন পৌঁছে গেছে। অন্যদিকে, ডলার-সংকটে জাহাজ থেকে মাল খালাস করা যাচ্ছে না। কেন? সম্ভবত, সবচেয়ে নরম উত্তর আছে নিচের উদাহরণ কয়টিতে।


বিল গেটস ও কার্লোস স্লিম। একজন মার্কিন, একজন ম্যাক্সিকান। দুজনেই বিশ্বসেরা ধনী। তাঁদের ধনী হওয়ার প্রক্রিয়াটা দুই রকম।


বিশ্বের ধনীতম ব্যক্তির মর্যাদা এবং বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্ভাবক কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে বিল গেটসের অবস্থান মার্কিন বিচার বিভাগকে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখেনি। ১৯৯৮ সালের ৮ মে দাবি তোলা হয়, মাইক্রোসফট তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করেছে। সরকার তাকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখে। ২০০১ সালের নভেম্বরের দিকে মাইক্রোসফট বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় আসে। মাইক্রোসফটের জরিমানা করা হয় ও তার শাখা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।


কার্লোস নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে টাকা উপার্জন করেননি। প্রথম দিকে স্টক মার্কেট থেকে টাকা সংগ্রহ করেন। তাঁর বড় উত্থানটি ঘটে ট্যালিম্যাক্স মানে মেক্সিক্যান টেলিকমিউনিকেশনের একচেটিয়া কারবারটি অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটিকে ১৯৯৯ সালে প্রেসিডেন্ট কার্লোস সালিনাস বেসরকারি খাতে ৫১ শতাংশ ছেড়ে দেয়। কার্লোস সর্বোচ্চ দর না রেখেও নিলাম জেতেন। যথাসময়ে শেয়ারগুলোর মূল্য পরিশোধও করতে হয় না। তারপর টেলিম্যাক্সের লাভ দিয়েই স্টকগুলোর মূল্য পরিশোধ করেন। জনগণের একচেটিয়া লাভজনক কারবারের স্বত্ব কার্লোস স্লিমের মালিকানায় চলে গেল।


আপনি যদি মেক্সিক্যান উদ্যোক্তা হন, তবে ক্যারিয়ারের পদে পদে বাধাগ্রস্ত হবেন। বাধাগুলোর মধ্যে উচ্চমূল্যের লাইসেন্সও আপনাকে অর্জন করতে হবে, লাল ফিতার বাধা পেরিয়ে যেতে হবে। রাজনীতিবিদ ও ক্ষমতাসীনেরা আপনার পথ রোধ করে দাঁড়াবে। যে ক্ষমতাসীনেরা আপনার প্রতিযোগী, তারা পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহে বাধা দেবে। হয় আপনাকে এসব বাধা অতিক্রম করতে দেওয়া হবে না, অথবা আপনাকে লাভজনক খাতগুলো থেকে দূরে রাখা হবে, নয়তো আপনাকে সাগরে ফেলে দেওয়া হবে। অতএব আপনি চেনাজানাদের মাধ্যমে ঘুষ দেবেন। এই যে কার্লোস স্লিম যখন দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য করতে গেলেন, সেখানে ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা দিলেন।


এই যে আমেরিকা ও মেক্সিকো সীমান্তের নোগোলোস সিটির দুই অংশের মধ্যে যেমন ভেদ, একই পরিস্থিতি আমেরিকা মহাদেশের উত্তর-দক্ষিণের মধ্যে, ইউরোপ ও এশিয়ার মধ্যে। কিসের জোরে প্রাকৃতিকভাবে কম সম্পদের অধিকারী হয়েও উত্তর গোলার্ধ দক্ষিণের চেয়ে ধনী হয়ে উঠল? এক শব্দবন্ধে যদি উত্তর দিতে হয়, তাহলে তা হবে ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us