বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান ফখরুলের

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:০৮

বিএনপিকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।


সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি মিডিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনসিটিভ একটি বিষয় তুলে ধরতে চাই। আপনারা কিছু মনে করবেন না। একটি পার্টিকুলার চ্যানেলের নাম বলতে বাধ্য হচ্ছি। যদিও নাম বলা উচিত ছিল না তারপরও বলছি।  


তিনি বলেন, সময় চ্যানেল গতকাল (২৫ জানুয়ারি) একটি ফিচার করেছে। আমি মনে করি এটি সুস্থ সাংবাদিকতা নয়। নিরপেক্ষ সাংবাদিকতার শামিল নয়। বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেটি এর পেছনে প্রায় ছুরিকাঘাত করার মতো, পুরোপুরিভাবে একটি পক্ষ অবলম্বন করা।


বিএনপি মহাসচিব বলেন, সময় একটি মেইনস্ট্রিম চ্যানেল। এদেশের মানুষ একে পুরোপুরিভাবে বিশ্বাস করে, আস্থা রাখে। সেই ক্ষেত্রে...। অন্যান্য চ্যানেল বা পত্রিকাগুলো নিঃসন্দেহে জনগণের কথাগুলো তুলে ধরছে। গণতন্ত্রের পক্ষে কথা বলছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us