দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দেড় লাখ কোটি টাকা এবং ঋণ নিয়ে চলমান মামলাসহ নানা ইস্যু মিলিয়ে মোট পরিমাণ ৪ লাখ কোটি টাকার বেশি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গতকাল জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাদের মোট ঋণের পরিমাণ প্রায় ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।
ঋণখেলাপির এই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।
সংসদে অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বর্তমানে মোট ঋণখেলাপি গ্রাহকের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকায়।
অর্থনীতিবিদরা বলছেন, ২০১৯ সালে মে মাসে ১০ থেকে ৫০ শতাংশের পরিবর্তে পরিশোধযোগ্য ঋণের ২ শতাংশ অর্থ জমা দিয়ে ১০ বছরের জন্য ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর সুবিধা বর্তমান অর্থমন্ত্রী দিয়েছিলেন। সেই সুবিধা নিয়েই শীর্ষ ঋণখেলাপিরা তালিকা থেকে তাদের নাম বাদ কাটিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অর্থঋণ আদালত ও সুপ্রিম কোর্টে যে মামলাগুলো বিচারাধীন, সেগুলোকে ক্লাসিফায়েড ঋণে অন্তর্ভুক্ত করা হয় না। এটাই মোট খেলাপি ঋণের প্রধান অংশ। আরেকটি বিষয় হলো মন্দ ঋণ রাইট-অফ করা হয়েছে। সেটা ৫৫ হাজার কোটি টাকার মতো। সেটাও ক্লাসিফায়েড ঋণে অন্তর্ভুক্ত করা হয় না। এগুলো সব যোগ করলে মোট খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।'
করোনা মহামারির সময় ২ বছর ঋণের টাকা দিতেই হয়নি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আরেকটা সুবিধা দেওয়া হয়েছে যে, ২ শতাংশ টাকা দিলে আর ঋণখেলাপির তালিকায় নাম থাকবে না। এগুলোসহ নানা রকমের ছাড় দেওয়া হয়েছে। এখন অনেকেই এই ২ শতাংশ টাকা জমা দেওয়ার সুবিধাটা নিয়েছেন। যে কারণে কাগজে তাদের নাম নেই। কারণ অফিশিয়ালি তো এখন আর তাদেরকে ঋণখেলাপি বলা যাবে না। বাস্তবতা হলো যেই টাকাটা ঋণ হিসেবে দেওয়া হয়েছে, সেই টাকাটা আর আদায় হচ্ছে না।'
'তালিকায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসেনি' বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরও। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমার কাছে মনে হয়েছে, যাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বলে অর্থমন্ত্রীর কাছে মনে হয়েছে, তাদের নামই তিনি সংসদে প্রকাশ করেছেন। রাজনৈতিক মদদপুষ্ট খেলাপিরা ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা গ্রহণ করে তালিকা থেকে নিজেদের নাম কাটিয়েছে। কিন্তু, শীর্ষ খেলাপিদের এই সুবিধা দেওয়া ঠিক হয়নি।'