ইউক্রেনে চলা যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে পশ্চিমা মিত্রদের কাছে বারবার উন্নতপ্রযুক্তির ট্যাংক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয়েছে জার্মানি। এরপরই চমকে দেওয়ার মতো ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রও। তারা জেলেনস্কির সরকারকে সহায়তায় ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পরে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা।
গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেছে পুতিন বাহিনী। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে এই সময়ের অত্যাধুনিক লেপার্ড-২ ট্যাংক পাঠাতে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অন্যান্য দেশের দেন-দরবার কম হয়নি। দফায় দফায় আলোচনার পর অবশেষে নিজস্ব প্রযুক্তিতে তৈরি লেপার্ড পাঠাতে রাজি হয়েছে বার্লিন। এমনকি ইউরোপের অন্যান্য যেসব দেশে এই ট্যাংক মজুত রয়েছে তা কীভাবে পাঠানো হবে, এ বিষয়টিও স্পষ্ট করেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ।