উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে টাওয়ার কৃষি

বার্তা২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ২১:২২

খুলনার উপকূলীয় দরিদ্র মানুষের জীবনমান ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও আশ্রয়ণ কেন্দ্রের মানুষের মাঝে ব্যাপক চাহিদা ও আগ্রহ তৈরি করেছে টাওয়ার কৃষি। এমনটাই জানিয়েছেন, ‘ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।


প্রকল্প পরিচালক বার্তা২৪.কম-কে বলেন, জলবায়ুর অভিযোজন মোকাবিলায় খুলনা কৃষি অঞ্চলের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল) ২৮টি উপজেলা ও ২টি মেট্রোপলিটন এলাকার কৃষি উন্নয়নের কাজ করা হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চল খুলনায় সবজি চাষ সব মৌসুমেই ঝুঁকিপূর্ণ। শীত ও বসন্তকালে লবণাক্ততা, খরা ও বর্ষায় জমি কাদা ও জলমগ্ন হওয়ায় অধিকাংশ সবজিগাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের বিরূপ পরিস্থিতিতে সবজি চাষের জন্য ওয়ার্ল্ড ফিশ কৃষকদের বাড়ির উঠানে টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছে।


বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ইতিমধ্যে এ পদ্ধতিতে সবজি চাষ করে সুফল পাওয়া গেছে। এই বিশেষ পদ্ধতিটি অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। বসতবাড়ির উঠানে এ পদ্ধতিতে সবজি চাষ করা হলেও, পরিকল্পনা করে বিশেষ কৌশলে মাঠেও এ পদ্ধতিতে সবজি চাষ করা যেতে পারে। বিশেষ করে লতাজাতীয় সবজি চাষে মাঠের স্বল্প জলমগ্নতা ও লবণাক্ততায় সবজি চাষ করা সম্ভব। অনেকটা টাওয়ারের মতো আর একটি পদ্ধতিতে সবজি চাষও ইতিমধ্যে প্রসার লাভ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us