বিশ্ব ক্রিকেটেরই বড় তারকাদের একজন মোহাম্মদ রিজওয়ান। তিনি এবার খেলতে এসেছেন বিপিএলে।
তাকে নিয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের তরুণদের আগ্রহের কমতি নেই। রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনেই যেমন। একসঙ্গে বৃত্তাকারে বসে রিজওয়ানের কথা শুনেছেন আশিকুজ্জামান-তানভীর আহমেদের মতো তরুণরা।
তাদের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছেন রিজওয়ান। এটা-ওটা বুঝিয়েছেন, দিয়েছেন প্রশ্নের উত্তর। প্রায়ই রিজওয়ানের সঙ্গে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের তরুণদের এমন আগ্রহ দেখে কেমন লাগছে? রিজওয়ান বলছেন, শেখার আগ্রহ আছে তাদের। অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।
মিরপুরে রিজওয়ান বলেছেন, ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। একইসঙ্গে আমিও ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। ’
‘তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়। আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানো বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি। ’