শনিবারে ছাড়পত্র পেল ‘শনিবার বিকেল’, চিঠির অপেক্ষায় ফারুকী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২১:২১

ব্যাপক বাদ-প্রতিবাদের পর প্রায় চার বছর আটকে থাকা সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তির বাধা কাটল।


বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি চলচ্চিত্রটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছে।


খবরটি পেয়ে সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার দুপুরে গ্লিটজকে বলেন, “শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। আমরা এখনও চিঠি পাইনি। চিঠির অপেক্ষায় আছি।”


শনিবার সেন্সর বোর্ডের আপিল কমিটিতে শুনানি হয়। এতে সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা।


সেন্সর বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।


তবে আপিল কমিটির সদস্য শ্যামল দত্ত গ্লিটজকে বলেন, “আপিল বোর্ডের শুনানি হয়েছে। সেন্সর বোর্ড যে সমস্যাগুলোর কথা বলেছে, আমরা তার সাথে একমত হইনি। এখন আর কোনো বাধা নেই। আমরা রিলিজ করে দিয়েছি ছবিটা। খুব শিগগিরই মুক্তি পাবে।”


তিনি বলেন, “আমরা পরিচালককে চিঠি দিয়ে দিয়ে জানাব যে এটা মুক্তিতে বাধা নেই। পরিচালক সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবেন দ্রুতই; তারপর তিনি তার মতো করে তারিখ দিয়ে ছবিটি মুক্তি দিবেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us