গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকপোরেট প্রায় ১২ হাজার বা ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
আজ শুক্রবার গুগল এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই রয়টার্সকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠান দ্রুত কর্মী সংখ্যা বাড়িয়েছে। যেসব সিদ্ধান্ত আমাদের এই অবস্থানে এনেছে, তার পুরো দায় আমি নিচ্ছি।
এর আগে, গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।
অ্যালফাবেট ইতোমধ্যে ছাঁটাই হওয়া মার্কিন কর্মীদের ইমেল করেছে। ইমেলে বলা হয়েছে, স্থানীয় কর্মসংস্থান আইন ও অন্যান্য কারণে বাকি দেশের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।